রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর থেকে শুরু

Posted by Admin

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বুধবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ অক্টোবর শনিবার সকাল নয়টা থেকে A3 (দর্শন, ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), বেলা ১১টা থেকে A4 (আরবি ও ইসলামিক স্টাডিজ), বেলা একটা থেকে A5 এবং G (ভাষা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফিশারিজ, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন, এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি) এবং বেলা সাড়ে তিনটা থেকে A6 (নাট্যকলা ও সংগীত এবং চারুকলা) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩১ অক্টোবর রোববার সকাল নয়টা থেকে A1 (বাংলা), বেলা ১১টা থেকে A2 (ইংরেজি), বেলা একটা থেকে E1 (অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, নৃ-বিজ্ঞান এবং ফোকলোর) এবং বেলা সাড়ে তিনটা থেকে E2 (রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১ নভেম্বর সোমবার সকাল নয়টা থেকে B (আইন ও বিচার), বেলা ১১টা থেকে F1 (ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান), বেলা একটা থেকে F2 (উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিদ্যা) এবং বেলা সাড়ে তিনটা থেকে F3 (ভূতত্ত্ব ও খনিবিদ্যা) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২ নভেম্বর মঙ্গলবার সকাল নয়টা থেকে C1 (রসায়ন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান এবং ফার্মেসি), বেলা ১১টা থেকে C2 (পদার্থবিজ্ঞান, গণিত, ফলিত গণিত, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং পরিসংখ্যান), বেলা একটা থেকে H (অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) এবং বেলা সাড়ে তিনটা থেকে D (হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফাইন্যান্স ও ব্যাংকিং) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের পরীক্ষার সময়সূচি এক ঘণ্টা। ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তি হতে ইচ্ছুকদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে।

আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে। এছাড়া, ক্যাম্পাসের প্রবেশপথ ও পরীক্ষা কেন্দ্রের কাছে স্থাপিত নোটিশ বোর্ডেও তা টাঙানো থাকবে।

কারও রোল নম্বর হারিয়ে গেলে বা স্মরণ না থাকলে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

0 comments:

Post a Comment